বিশ্ব পরিচিতি !!!

 


       বিশ্ব পরিচিতি জানতে চান ?

  • পৃথিবীর বয়স : ৪৬০ কোটি বছর (৪.৬ বিলিয়ন বছর) ।
  • আয়তন : ৫১ কোটি ৬৬ হাজার বর্গকিমি ।
  • স্থলভাগের আয়তন : ১৪ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার বর্গ কিমি  (মোট আয়তনের ২৯.১%) ।
  • জলভাগের আয়তন : ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গ কিমি (মোট আয়তনের ৭০.৯%) ।
  • সমুদ্র এলাকার আয়তন : ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গ কিমি ।
  • উপকূলীয় রেখার আয়তন : ৩ লাখ ৫৬ হাজার বর্গ কিমি ।
  • সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেস্ট, উচ্চতা ৮৮৫০ মিটার ।
  • স্থলসীমা : ২ লাখ ৫০ হাজার ৪৭২ কিমি ।
  • পানির প্রকারভেদ : ২ প্রকার (৯৭% লবনাক্ত , ৩% সুপেয়) ।
  • পরিধি : 
        -নিরক্ষরেখা বরাবর ৪০,০৬৬ কিমি ।
         -মেরুরেখা বরাবর ৩৯,৯৯২ কিমি ।
  • ব্যাস : 
         -নিরক্ষরেখা বরাবর ১২,৭৫৩ কিমি ।
                -মেরুরেখা বরাবর ১২,৭১০ কিমি ।
  • ব্যাসার্ধ : 
         -নিরক্ষরেখা বরাবর  ৬,৩৭৬ কিমি ।
        -মেরুরেখা বরাবর  ৬,৩৫৫ কিমি ।
  • গভীরতম সাগর : ক্যারিবিয়ান সাগর, যার গভীরতা ২২৭৮৮ ফুট বা ৬৯৪৬ মিটার ।
  • দীর্ঘতম নদী : নীলনদ, দৈর্ঘ ৬৮২৫ কিমি ।
  • মহাদেশ সমূহ : এশিয়া , আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিন আমেরিকা, ওশেনিয়া, এবং অ্যান্টার্কটিকা ।
  • বৃহত্তম মহাদেশ : এশিয়া মহাদেশ ।
  • জনশূন্য মহাদেশ : অ্যান্টার্কটিকা মহাদেশ ।
  • জাতিসংঘ ভুক্ত দেশ : ১৯৩ টি ।


No comments

Theme images by centauria. Powered by Blogger.